তুমি নেই বলে
_______সরদার মুক্তার আলী
তুমি পাশে নেই বলে আমার লনটা আজ দারুন এলোমেলো
আমার সমস্ত সত্তা জুড়ে স্মৃতির সাগরে তুমি অবিরাম ঢেউ খেলো।
দেশ-বিদেশের বহু ধরনের ফুল গাছ, থুজা, পাতাবাহার,
পাম ট্রি, নারকেল গাছে কাঁদি কাঁদি শুকনো নারকেল
লনের ইট বিছানো রাস্তা গুলো আগাছায় ভরে গেছে
শেওলা জমেছে অসতর্কতায় পা পিছলে যায়
উনমনা হয়ে যখন তোমাকে নিয়ে ভাবি
আমি খেই হারিয়ে ফেলি
আস্তে আস্তে পা টিপে হেঁটে চলি সুইমিং পুলের দিকে।
মনে হয় তুমি পাশে আছো
যেমন তুমি আর আমি পাশাপাশি হাঁটতাম।
বেয়াড়া বাতাস এসে তোমার আজানুলম্বিত কেশ গুলোকে উড়িয়ে নিতো
তোমার শাড়ির আঁচল আর কেশে
আমি মাঝে মাঝে জড়িয়ে যেতাম।
দোলনায় বসে তুমি আর আমি দোল খেলতাম
পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে।
পাখিগুলো ডুব খেলতো সুইমিং পুলের স্বচ্ছ জলে
পাশে পদ্ম শালুক ফুটে থাকতো
তুমি নেই বলে আমার লনটা আজ দারুন অগোছালো।
গাছপালাগুলো কে কেউ প্রুনিং করে না
মালিটা চাকরি ছেড়ে চলে গেছে
যাবার সময় বলেছে
সাহেব, বাগানের কাজে আমি আর জোস পায় না।
গাছের শাখায় শাখায় আর পাখি গুলো আগের মত ডাকে না সকাল সন্ধ্যায়।
আমার বোধ বিশ্বাস অনুমতি গুলো ঠিক আগের মত কাজ করেনা।
আচ্ছা, আমি তো আমার অনেক কথা বললাম
হ্যাঁ, তুমি কেমন আছো খুব একাকী নির্জনবাসে?
আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি
একটা স্বপ্নে রাত শেষ, আজান ভেসে আসে মোয়াজ্জিনের সুরেলি কন্ঠের
আমি উঠে নামাজ পড়ি, দোয়া করি তোমার জন্য।
Views: 22