দশবছরে আমরা
_________পারভীন আক্তার
প্রিয় রাহুল,
শুভেচ্ছা ও ভালোবাসা নিও।আমার চিঠির উত্তর সবুজ পত্র পল্লবের আলাপনে,পাখির কণ্ঠে মিষ্টি মধুর গানের সুরে ফিরে পেয়েছি। তাছাড়া তুমি আমায় সারাক্ষণ ছুঁয়ে থাক, হৃদয়ের অক্সিজেন হয়ে। এইতো ক ফোঁটা বৃষ্টি হয়ে ছুঁয়ে গেলে।
যতটুকু অভিমান নিছক পাগলামিছাড়া কিছুই নয়।প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাস ছুঁয়ে যায়। প্রাচীন নগরীর জীবন্ত ভাস্কর্য ঠায় দাঁড়িয়ে নতুন কোন রঙের প্রলেপ ছাড়া।যে নির্ভরতায় তোমার হৃদয় ছুঁয়েছিল সেই বিশ্বাসে দুটি হৃদয় অটল। আর কিছু জানার প্রয়োজন আমি বোধ করি না। তোমার কোন অতীত আমি খুঁজতে চাইনা জানতেও চাইনা। অতীত যা আছে সত্য সুন্দর ভাবে তাঁর দায়িত্ব অবশ্যই তুমি পালন করবে।কতটুকু করণীয় কতটুকু বর্জনীয় সেটা তোমার নৈতিকতার মাপকাঠিতে তুমি দেখবে।যদি তুমি নিজ থেকে কিছু জানাতে চাও আমি জানব।এই পৃথিবীর কোন মানুষ তোমার দ্বারা কষ্ট পাক সেটা আমি চাইনা।শুধু মাত্র হৃদয়ের সেতু তাদের সাথে বাঁধতে চাই যাদের মনুষ্যত্ব আছে।
পরিবার, সমাজ,রাষ্ট্র,পৃথিবীর যত অকল্যাণ সব অবমুক্ত হোক, এই প্রত্যাশায় দু’জনের হৃদয়ের পথচলা শুরু হোক। নৈতিকতা ও আত্নসুদ্ধির মাধ্যমে আমাদের হৃদয়ের বন্ধন হোক।
—তুমি পাখি নও তোমায় আমি খাঁচায় বন্দি রাখব।
—তুমি আমার মুক্ত হৃদয়ের অটুট বন্ধন।
—তুমি আমার অবিনশ্বর হৃদয় সুতোর অমোঘ
টান।
—তুমি আমার হৃদয়ের আঁকাবাকা ঢেউয়ের খেলা।
—তুমি আমার বুক পাঁজরে তানপুরাটার সিম্ফনি।
—তুমি আমার চুক্তিহীন,
— ভালোবাসার ঝণ
—তুমি আমার হৃদয়ের অনন্ত উপাখ্যান।
—তুমি আমার হৃদয় আবাস ভূমিতে ভালোবাসার তাধীন।
—রক্ত কণিকায় বাজতে থাকুক ভালোবাসার বীণ।
—তুমি আমার চোখের মায়ায় চির সবুজ।
—তাইতো হৃদয় বড় অবুঝ।
—জানতে ভীষণ ইচ্ছে হয়!
—প্রাচীন নগরের কপাটখানা কি আজো বন্ধ রয়?
ইতি—
আঁকাবাঁকা নদী।
Views: 4