দূরে
রোহান খান জয়
নিভে গেছে আলো ঘোলা চোখ তার
শুকিয়ে গেছে বুকের ছাতি, সাহস বেশী নাই আর
সাদা বাড়ি শ্যাওলা জমা পুরনো পথ
জীবনের মতোই পৃথিবীর ধরেছে মরীচিকা।
সেকাল একাল মেলে না কিছু
চারপাশে রঙিলা মানুষ, আসল মানুষ যায় না দেখা।
জীবন যুদ্ধের থামেনি সীমানা
বাড়েনি প্রাপ্তির হিসাবে নগদ কিছু,
যা ছিলে বাল্য বেলায়, বড় বেলায় লোভ মানে সবটা ফাঁকি।
এখন আর নাচে না পুতুল, নেচে যায় নগ্ন নারী
সমাজের খেয়ালে নেই মানবতা
বিলাসী এ শহর গ্রাম মহল্লার গলি
এখানে থাকে না মানুষ
বাঁজে না বাঁশি সুরে।
মানুষ পিছিয়ে গেছে হারিয়ে গেছে মনুষ্যত্ব থেকে দূরে।
পাড় ধরে ভেঙে গেছে ইচ্ছে জমিন
পাপের ফলনে সবাই রাজা,
আলোর কথা কয় না কেউ
চায় না ফিরে অতীতের কালে,
আধুনিকতা নিয়েছে বিবেক
দেয়নি কিছুই বিনিময়ে।
স্রোতে যায় সময় গড়ায়
মানুষ হারায় আগামী কালে।
কে চোর কে মালিক কে মুর্খ গাধা
যে চোর পাপের রাজা
আলো ভুলে কালো মাখে কপালের গায়
জীবন মানে খাওয়া আর বংশ বাড়ানো নয়।
জীবনের আছে দাবি, হিসাব দিতে হবে তার
ভানের ভেলায় আর কত গলাগলি
মরা গাছে হয় না ফুল কখনো ফোঁটে না কলি৷
Views: 8