পরিণতি
______জয়ন্ত প্রসাদ গুপ্ত
আমি যে তোমায় ভালবাসি
তুমি যে জানো –
তা আমি তো জানি ।
তবু প্রকাশের নাই যে উপায় ।
নিশ্চয় জানি চঞ্চল হয় তোমারও হৃদয় ।
তবু কেন নয় প্রকাশ , নিয়ে প্রত্যয় !
ভীরু প্রেম আপনার মনে শুধু দগ্ধায় ।
এই বিরহ বেদনার হা হুতাশ ,
নিবিড় আবেগের এই উচ্ছ্বাস
আপনার মনে নীরবেই হবে সারা ।
ভাদ্রের ভরা গাঙ নয় ,
ধূ ধূ ঐ দিগন্তহারা সাহারা ,
জীবনের এই পরিণতি ।
মরুতে হারাবে নদী গতি –
আকাশে ছড়িয়ে বেহাগের সুরধারা ।
Views: 12