প্রতীক্ষার পরে
_____তাসলিমা খানম
তোমাকে ভেবে ভেবে
দিন, মাস, বছর পেরোবে…
পৃথিবীর মানুষ হয়তো
একদিন মঙ্গল গ্রহে বসত গড়বে,
তবুও তোমার জন্য আমার অপেক্ষার প্রহর শেষ হবে না।
হয়তো একদিন রাশিয়া, ইউক্রেনের
যুদ্ধ থেমে যাবে,
নববর্ষে বিশ্ববাসীকে পুতিন পারমাণবিক অস্ত্রের ভয় না দেখিয়ে, গোলাপের শুভেচ্ছা পাঠাবেন।
হয়তো একদিন বিশ্বকাপ হাতে
মেসি তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে
বাংলাদেশ ভ্রমণে আসবে,
মমতা বন্দ্যোপাধ্যায় ফারাক্কার
বাঁধ নিয়ে নতুন করে চুক্তিতে
স্বাক্ষর করবেন।
তোমার প্রতীক্ষায় থেকে থেকে
হয়তো একদিন পায়ের নিচে
শেকড় গজাবে, তবুও আমার
অপেক্ষা শেষ হবে না।
Views: 10