প্রস্থান
______নাসরীন সুলতানা
উত্তরের হাওয়া উড়িয়ে নিয়ে গেছে চুল
তুমি নিশ্চিহ্ন হয়ে গেছো
চোখের সম্মুখ হতে
বলে গেছো
এক জীবনে এই তোমায় চাওয়াটাই
ছিলো বড় বেশি ভুল
কত করে জানতে চেয়েও মেলেনি আজও উত্তর,
ভালোবাসো নাকি বাসোনা?
সেই প্রশ্নবাণে যায় কেঁটে যায়
জীবনের প্রতি ভোর।
কিসের দ্বিধায় ঘৃনার দুয়ার এতখানি খুললে
ভালোবাসো নাকি বাসোনা
উত্তরহীন একটা জীবন
উপহার দিয়ে গেলে।
Views: 16