বুঝে গেছি
_______✍জয়ন্ত প্রসাদ গুপ্ত
এসেছে অঘ্রাণ ,
তোমার চোখের পাতায় বুঝি
মাখামাখি ঘুমের আঘ্রাণ !
তবু তুমি মোর কাছে আসবে কি ?
বলতেম কিছু কথা
যে কথাগুলো তোমার শোনা আছে বাকি ।
থাক , থাক ঘুমাও তবে
বাকি কথা পরে হবে ।
বেলা গড়িয়ে গেছে , তাতে কী !
বুক খানি রাখ মোর বুকে ,
ঘুমাও পরম সুখে ।
হয় তো না-বলা কথাও বুঝে যাবে —
বুকের কথা বুকই বোঝাবে ।
মরমের বাণী
না হোক বাঙ্ময়
তবু জানি,
অশ্রুত সে যে কথা কয়
মোদের মুখের ভাষা সেথা মানে পরাজয়।
Views: 6