ভালবাসা
_______✒জয়ন্ত প্রসাদ গুপ্ত
আবার যদি আসি ফিরে
এই বাংলার নীড়ে —আবার ।
তবে কী দেখতে চাইব আমি ?
না , কোন রোম্যান্টিক ভাবনা নয় ,
মনে হ’ল দেখি যেন
মানুষের দু বেলা জোটে আহার ।
তাদের না খোয়াতে হয় আত্মসম্মান ।
নারীর ইজ্জত না লোটায় মাটিতে ।
অর্থ বৈভবের নেশায় , ক্ষমতার লোভে
মানুষ না যেন হয় পশুর সমান ।
শান্তি ,আনন্দ ই যেন হয় পরম চাওয়া ,
অর্থ নয় মানুষ যেন করে পরমার্থের সন্ধান ।
মানুষের চৈতন্য-বীণায় যেন ঝঙ্কৃত হয়
জীবনের মূলমন্ত্র ‘’ভালবাসা ‘’।
প্রথম কথা ‘’ ভালবাসা ‘’ ।
শেষ কথা ‘’ ভালবাসা ‘’ ।
Views: 12