ভালবাসি হয়নি বলা
_____ওমর ফারুক মিয়াজী
তোমাকে দেখেছি শীতের ঝরা পাতায়
দেখেছি নতুন করে জেগে উঠা কুঁড়িতে,
দেখেছি তোমায় আমার বেড়ে ওঠা
জীবনের প্রতিটি পরতে পরতে।
শিশির ভোরে দেখেছি তোমায়
দেখেছি সাঁঝের বেলা,
একবারও তোমায় আদর করে
“ভালবাসি” হয়নি বলা।
দেখেছি তোমায় সোনালী ফসলে
দেখেছি সবুজ মাঠে,
দেখেছি তোমার কত মায়ার ছবি
পড়েছি আমার বাংলা পাঠে।
দেখেছি তোমায় পাল তোলা নায়
নিরন্তর বয়ে চলা,
কখনো তোমায় জড়িয়ে ধরে
“ভালবাসি” হয়নি বলা।
দেখেছি তোমায় কৃষক শ্রমিক দামাল দলে
পেয়েছি তোমায় মুক্তিকামী জনতার বোলে,
লাল-সবুজের পতাকায় দেখেছি
আমার মায়ের মায়ার আঁচলে।
তোমার কোলে রেখেছি মাথা
মেখেছি তোমার মায়ার ধুলা,
তোমার কোলে মাথা রেখে
হয়নি কভু “ভালবাসি” বলা।
চিৎকার করে আজ বলছি শোনো
প্রানের চেয়ে তোমায় ভালবাসি,
জীবন বাজি রাখতে পারি
তোমার মুখে ফোঁটাতে হাসি।
Views: 14