ভালোবাসি ভালো বাসব-ই তোমায়
______নাজনীন নাহার
ভালোবাসি,
বলেছি ভালোবাসব তোমায়।
আমার শ্বাসপ্রশ্বাসের প্রতিটি কম্পন,
কিংবা অনুকম্পনের কিংবদন্তী গল্পের শুরু হও তুমি।
তুমিই হও আমার চৈতন্যের এক বিলাসবহুল আভিজাত্য সুখ।
ভালোবাসি ভালো বাসব-ই তোমায়।
আমার মনের ঘরের নরম কুশনে, বালিশে,
তোমার জন্যই প্রণয়ের মাধুকরী মাধুর্য মর্যাদায়;
নকশা আঁকি রোজ।
সমর্পণের প্রতিটি ধাপে অতি যত্নে লালিত করি সততার প্রামাণ্য খুশবু।
আমার হৃদ কুঠরীর অলিন্দ, নিলয়, হৃৎকন্ডুরা ও মাইট্রালে,
ঘনো বৃষ্টি ফোঁটার মতো পবিত্র তিলাওয়াত করে রাখি তোমায়।
ছুটে যাই টিংটং শব্দে বেজে ওঠা তুমিময় সমীরণের মোহন মায়ায়,
ইচ্ছে ডানায় ভর করে উড়ে যাই;
উড়ে যাই নীল আকাশ আর মেঘেদের বাড়ি।
উড়ে যাই কেবল তোমায় ছুঁবো বলে।
তোমায় ছুঁয়ে দিলেই চাঁদ উঠে,
জোছনা গড়িয়ে পড়ে মনের ব্যালকনিতে অবিরাম।
তোমাকেই কাছে রাখি,
তোমাকেই ভালোবাসি;
আরও আরও ভালোবাসব বলে মন মস্তিষ্কে মাখি।
রাতের নিঃশব্দ নির্জনতায়,
তুমি নামের বিশুদ্ধ বিশ্বাসে ভর করে আমি কবিতা লিখি।
তোমার আয়ুতেই বেঁচে থাকি আমি,
বেঁচে থাকি তুমিময় সুবহসাদেকের লালিমা ছুঁয়ে ছুঁয়ে।
আমার ঘুম ভাঙে নৈঋতের কান্না মুছতে মুছতে,
তথাপি;
আমার সকাল জাগে তোমায় ভালোবেসে বেসেই।
মহাবিশ্বের জিওমেট্রিক উৎকর্ষতার মতোই,
আমি তোমায় আমার ভালোবাসার জ্যামিতিক উৎকর্ষতায় প্রতিস্থাপন করি রোজ।
তোমার আমার ভালোবাসার জ্যামিজিক ত্রুটিহীনতা, আমাদের সম্পর্কের অনুভবকে সঞ্চালন করে;
সঞ্চালন করে নিত্য নিয়ত সুখে।
সমগ্র মহাবিশ্বের নিখুঁত জিওমেট্রিক উৎকর্ষতার মতোই,
আমাদের চৈতন্যের বিশুদ্ধ প্রণয় একই সজ্জায় সজ্জিত রাখি বলেই;
আমরা অনুমতি পেয়েছি ভালোবাসবার।
তাইতো আমাদের ভালোবাসার মধ্যে নেমে আসে,
নেমে আসে মহাবিশ্বের নিখুঁত বিন্যাসের সকল প্রাণশক্তি।
আমাদের ভালোবাসারা এভাবেই প্রাণে বাঁচে,
আমাদের ভালোবাসারা এভাবেই পরিণয়ে পরিনত হয়।
পরিনত হয় জীবাত্মা ছাড়িয়ে পরমাত্মার অনাসক্ত এক মোহ ঘোরে,
লীনতায় লীন হই;
হই সর্বভূতে অবিভক্ত।
আমি ভালোবাসি,
ভালোবাসি তোমায় আর তোমার কখনও না ফুরনো ভালোবাসাকেই।
Views: 16