মূর্খতার ই গন্ধ
____মোঃআব্দুল্লাহ রিফাত
জ্ঞানী লোক কে করো যদি
দু এক কথায় জব্দ,
বলতে হবে ভেবেচিন্তে
সেইরকমই শব্দ।
আর যদি ভাই লোকটা তবে
জ্ঞানী না হয়ে মুর্খ হয়,
জেনে রেখো বলতে কথা
তার সাথেই আজ বড় ভয়।
হাজার কথা বলবে সে যে
যার নেইকো কোনো অর্থ,
বুঝতে হবে ওই জ্ঞানীটার
মনের মাঝে গর্ত।
আমার কথা শুনে বোধহয়
ভাবছো তোমরা সবে,
এসবের মর্ম কথা
কে-বা বুঝে কবে?
মানুষগুলো এখন তবে
এক্কেবারে অন্ধ,
যার সাথে আজ বলবে কথা
লাগবে শুধু দ্বন্দ্ব।
বুঝবে না সে কোনটা ভালো
কোনটা ছিলো মন্দ,
কারণ তার ওই মনের মাঝে
মূর্খতার ওই গন্ধ।
Views: 11