রস চুরি
_____মোঃ তারেকুল ইসলাম
যাচ্ছি মোরা রাস্তা দিয়ে
আমরা দুই ভাই হেলেদুলে,
একটু যেতেই পরলো চোখে
খেজুর গাছে রস পরছে।
দেখে মনটা উঠলো নেঁচে
লাফ দিয়ে আমি গাছে উঠে,
উঁকি দিয়ে দেখলাম চেয়ে
হাড়ির তলায় রস জমেছে,
দেখেই জিভে জল এসেছে
ইচ্ছে হলো দেখিই চেখে।
আশেপাশে দেখলাম চেয়ে
কেউ যে আবার দেখে না ফেলে।
দেখলে পরে কানটা ধরে
আচ্ছা করে দিবে মলে
দু’চার ঘা কসে দিবে।
এরপরে আবার বারিতে গিয়ে
বাবাকে সব দেবে বলে।
আমরা আবার বাড়ি গেলে
দুই ভাইরে ঝুলিয়ে দেবে।
এটা ভেবেই ভয়তে আমি
বললাম ছোটু পরে খাবোনি।
ছোটুটা আবার বড্ড জেদি
রস খেয়েই ফিরবে বাড়ি।
করলো শুরু কান্নাকাটি
এখন আমি করবো যে কি?
আশেপাশে দেখলাম চেয়ে
পাটের সোলা আছে পরে।
হাতে নিলাম চট করে,
উঠলাম গাছে ফট করে।
হাড়িতে যখনি হাত দিয়েছি
নিচের দিকে তাকিয়ে দেখি,
ওরে বাবা এ আবার কে!
গাছের মালিক এসে পরেছে।
ছোটুর দেখি কানটি ধরে,
আমাকে আবার নামতে বলে।
ভয়ে আমি উঠলাম কেঁপে
পালাই এখন কোন ফাঁকেতে?
যেই আমি নেমেছি নিচে,
অমনি ধরলো কানটি চেপে।
আমি ও এবার উঠলাম কেঁদে
বাচাও বাচাও চিৎকার দিয়ে।
Views: 16