অমাবস্যা
____জয়ন্ত প্রসাদ গুপ্ত
***********
প্রেমের সমাধি রচনা করে গেলে ,
মধুর সম্পর্ককে ছিন্ন পাদুকার মতো
ধূলায় গেলে ফেলে,
অবহেলে ।
অভিসম্পাত যেন না করি তোমায় ,
করুণ মিনতি তব ।
অভিসম্পাত ?
কী করে দেব বলো ?
তুমি যে আমার ভালবাসা !
***
তুমি এসেছিলে ,
তাই তো ফুল ফুটেছিল
আমার শুষ্ক তরুশাখে ।
মরুতে এসেছিল জলের জোয়ার ।
বৃষ্টি ধৌত আকাশে দেখা দিয়েছিল রামধনু ।
***
এখন ফুল সব ঝরে যাবে
আমার মনের বাগানে ।
পুনরায় সাহারার ঊষর ধূসরতা –
অমাবস্যার নিকষ অন্ধকার ।
বাতাসে নিঃসীম হাহাকার ।
***
দুটি প্রার্থনা মোর ঈশ্বরের কাছে –
তুমি সুখে থাক
আর আমার দিন যেন শীঘ্র হয় অবসান,
বিলম্বিত না হোক মৃত্যু এ বিড়ম্বিত জীবনে ।
Views: 26