অসমাপ্ত চলচ্চিত্র
_____আয়েশা সিদ্দিকা কনক
গেরুয়া রঙের স্বপ্ন গুলো ঘুড়ি হয়ে উড়তে চায় ,
পুরোনো শহরে ফেলে আসা স্মৃতি ,
অনুকাব্যে ঘর খোঁজে I
নীল খামের বন্ধ চিঠি গুলো আজ উন্মুক্ত ,
অক্ষরের মিলনের অর্থ না বুঝেই
বিচারকেরা বিচার করতে নেমেছেন I
জেল, ফাঁসি না যাবতজীবন কারাদণ্ড ?
নির্ধারণ করবেন সমাজের ঠিকেদারেরা –
যারা ডক্টরের সার্টিফিকেট না নিয়েই
অপারেশন থিয়েটারে লালবাতি জ্বালিয়েছেন I
কখনো ধর্মের নামে,
কখনো সামাজিক অবক্ষয়ের নামে ,
সুশীল সমাজে চলে ভুল চিকিৎসা I
রক্তমাংসের মানুষের অনুভূতি নিয়ে ,
কারো কোনো মাথা ব্যথা নেই I
সেই পুড়ে মরা মানুষটা পুরুষ অথবা নারী ,
যেই হোক না কেন জ্বলছে সমান তালে I
তবুও হাসিমুখে প্রতিনিয়ত অভিনয় করে বেঁচে থাকা ,
এই অসমাপ্ত চলচ্চিত্রের নাম জীবন I
Views: 12