আমার এখন সয়ে গেছে
______নাজনীন নাহার
আমার এখন নানান জনের নানান রকম অপমানটা সয়ে গেছে,
সয়ে গেছে আমায় করা নানান ছলের কটাক্ষটা।
মানিয়ে নিতে শিখে গেছি,
ভণ্ড, সাধু , মুখোশধারী সকল প্রেমের প্রহসনটা।
আজকাল আমায় যে যা বোঝায়,
যে যেভাবে নিজের ফায়দা লুকিয়ে চাপিয়ে আমার ফায়দা নিশ্চিত দেখায়।
সবটাই আমি ভীষণ সুখে ধারণ করতে শিখে গেছি,
শিখে গেছি যেথায় যাব সেথায় আমার পরীক্ষাটা একশত ভাগ কড়ায়গণ্ডায় দিতেই হবে।
দিতেই হবে জীবনের সব হিসেব নিকেশ সুদ সমেত,
আসল নকল নির্ধারণ যা।
আমার এখন হাজার জনার ট্যাগ সমাচার এভরিওয়ান সয়ে গেছে,
সয়ে গেছে জীবন যাপন বদলে যাওয়া আবহাওয়াটা।
বদলে আমি নিয়েছি অনেক,
আরও বদল করব আমি আমার বোধ ও চৈতন্যকে।
সময়ের সব ক্যারিকুলাম ভীষণ এখন বদলে গেছে,
বদলে গেছে বিশ্বাস বাবু, প্রেমের সকল দেব দেবীরা।
ভালোবাসার অনুভূতি আগের মতো নেই এখন আর,
দেনাপাওনার বে-হিসাবে টালমাটাল সব পরিস্থিতি।
সবটাই আমি নিচ্ছি সয়ে আমার জগৎ নিয়ম কানুন,
সয়ে গেছে ভান ভনিতার প্রিয় মুখের মুখোশ ক’টা।
শুরুর দহন ব্যথার কহন যেমন বাজে যেমন বিঁধে,
সময় মলম মালিশ করে বাস্তবতার দীক্ষা ঢেলে;
সেই ব্যথাটাই সহজ সহন হয়ে পড়ে।
আমিও তেমন খুবটি করে দহন সহন শিখে নিচ্ছি,
আমিও ঠিক কালের মতো সময় স্রোতে বদলটা ঠিক না হলেও;
সহন রহন খুবটি করে যুগের তালে মানিয়ে নিচ্ছি।
আমার এখন অনেক অনেক অনেক কিছু সয়ে গেছে,
সয়ে গেছে বাবা-মায়ের মৃত্যুর শোকটা।
সয়ে গেছে তথাকথিত ইতর-ভদ্র ভালোবাসার,
সূক্ষ্ম তন্তুর সুঁইয়ের ফোঁড়টা।
সয়ে গেছে এমন অনেক বেহিসাবি বেহিসাবটা,
সয়ে গেছে সকল রকম অপমান আর প্রতিশ্রুতির বরখেলাপটা।
আমার এখন সয়ে গেছে,
সয়ে গেছে যাবতীয়ের সব হিসেবটা।
Views: 38