একটা সময়
______রবিউল করিম পলাশ
জীবনেরও বুঝি ঋতু বদলায়?
নিজের অজান্তেই জীবন থেকে
হারিয়ে যায় সোনালি দিনগুলো!
বেলাশেষে,
ডানা মেলে উড়ে চলা হৃদয় থেকে
প্রেমের শুভ্র পালকগুলো-
ঝরে পড়ে একে একে প্রতিদিন!
নিষ্প্রাণ পাথুরে হৃদয় তখন,
মুখ থুবড়ে পড়ে থাকে অন্তিম শয্যার!
হায়! এমনি করেই,
বুঝি জীবনের ঋতু বদলায়!
সময় বদলায়, রং বদলায়,
মন বদলায়, মানুষ বদলায়!
একটা সময় –
জীবন থেকে হারিয়ে যায়,
ফাগুন-বসন্ত চিরতরে…..
Views: 50