তালকে তিল
___মোঃআব্দুল্লাহ রিফাত
বড়ই গাছে চড়ুই পাখি
ঠোকর মেরেছে,
উপর থেকে বড়ই আমার
মাথায় পড়েছে।
সঙ্গে ছিলো নাচোন ভোলা
সে-ও দেখেছে,
দেখার পরে সে-ও আবার
ঢিল মেরেছে।
ঢিলটা গিয়ে মনতা বানুর
চালে পড়েছে,
পড়ার পড়ে মনতা যেন
তাজাই মরেছে।
কে মেরেছে কে মেরেছে
আমার চালে ঢিল,
এমনভাবে শোর উঠেছে
তাল হয়েছে তিল।
Views: 19