তুমি নামক সুতীব্র নেশা
______নাজনীন নাহার
গতকাল বিকেলে তুমি নামক নেশাটা খুব চড়ে বসেছিল আমার মগজে,
ইচ্ছেরা সব দল বেঁধে ছুটে যেতে চেয়েছিল তোমার আশেপাশে।
ইচ্ছে করছিল আরও একবার তোমার কাছে ছুটে যাই,
আবারও একবার ছুটে গিয়ে গা ঘেঁষে দাঁড়াই তোমার পাশে।
তোমার আঙুলে আঙুল বুনে হেঁটে ঘুরে বেড়াই আরও একবার,
হেঁটে ঘুরে বেড়াই হাকিম চত্বরের এ মাথা থেকে সে মাথায়।
কলাভবন, অপরাজেয় বাংলা , বটতলায়,
আবারও হাঁটি, বসি তোমার পাশাপাশি।
টিএসসির ছাদ খোলা বেঞ্চিতে বসে ঘন্টা অব্দি গল্প শুনি তোমার বিগত দিনের,
ধোঁয়া ওঠা এককাপ চায়ে চার ঠোঁটের চুমুকে উষ্ণ হই আমরা।
তোমার আমার অজস্র মিঠে স্বপ্ন বুকে নিয়ে বাড়ি ফিরি আবারও,
ফিরতি পথে তোমার বুক পকেটে গুঁজে দিয়ে আসি ভালোবাসার অজস্র সুগন্ধি কবিতা।
এভাবেই তুমি নামক নেশাটা মাঝে মাঝে বড্ড তাড়ায়, পোড়ায়, জ্বালায় আমায়,
বুকের পাঁজর ভেদ করে তুষের আগুন উল্কি দপ করে জ্বলে ওঠে।
নিজের প্রতি নিয়ন্ত্রণের সকল বাঁধগুলো ভেঙে পড়ে,
অভিমানের সবগুলো সুতো কেটে মনঘুড়িটা তোমার পানেই উড়ে যায়।
ঘর ভাল্লাগে না, বারান্দা ভাল্লাগে না,
ছাদ কিংবা লেপের ওম কিচ্ছুটি ভাল্লাগে না।
পড়তে থাকা উপন্যাসের পাতায় জমে যাওয়া গল্পের নেশাটাও,
কুট করে কেটে যায় অনায়াসে।
চায়ে চুমুক ভুলে তোমার নেশায় আসক্ত হয়ে পড়ি,
বুদ হয়ে ডুবে থাকি তুমির মায়া ঘোর অনুভবে।
এ ঘর ও ঘর পায়চারি করতে করতে,
আমি কেমন নিজেকে নিজের মাঝে গুটিয়ে ফেলি আবারও;
গুটিয়ে ফেলি তুমি নামক সুতীব্র নেশা থেকে নিজেকে।
Views: 25