শুভ নববর্ষ
_______ওমর ফারুক মিয়াজী
নতুন করে স্বপ্ন দেখি নতুন বছর গুনি
বাজি ফোটাই বাদ্য বাজাই নতুনের গান শুনি।
আনন্দতে মাতি আরো উড়াই কত ফানুস
ভাবছি কভু ঐ ফানুসে পুড়ছে কত মানুষ?
আনন্দতে করছি আমরা নতুন বছর বরণ
ভেবে দেখ আসছে কাছে তোমার স্বাদের মরণ।
জীবন থেকে হারিয়ে গেল আরো একটি বছর
এমনি করে ভেঙ্গে যাবে খেলা ঘরের আসর।
বন্ধ হবে রঙ তামাশা প্রদীপ যাবে নিভে
ভেবেছ কি পর পারে কেমন হিসাব দিবে।
কি পেয়েছি কি খেয়েছি তাহার হিসেব নাই
কি দিয়েছি নিজের থেকে তা কি দেখতে পাই?
হিসেব নিকাশ করতে দেখি ফলাফলটা শুন্য
হায় কি করি!! এখন থেকে করতে হবে পূণ্য।
নতুন বছরে শপথ করি, করবনা আর বাহাদুরি
জীবে প্রেমে মত্ত হব, ছেড়ে দিব ছলচাতুরী।
প্রতিদিন ই করব আমি একটা নতুন ভালো কাজ
যে যাই বলুক ভাই, আমার নেইকো ভয় নেইকো লাজ।
এমনি শপথ খুলিবে পথ হবে মনুষ্যত্বের উৎকর্ষ
সেই প্রত্যাশায় বলি সবাই শুভ নববর্ষ।
Views: 16