আজো যুদ্ধটা করতে হয়
____ওমর ফারুক মিয়াজী
দূঃখগুলো মোচন হয়না লেগে আছে মনে প্রানে
আজো খুঁজে ফিরি আজো যুদ্ধটা করতে হয়
আপন ভাষার সন্ধানে।
আজো খাবলে ধরে শকুনির দল
আবছা ধোয়াশার গ্রাসে,
ছলে চড়ে কোলে আঘাতে খামচে ধরে চোখ
আপন কার্য হাসিলে হাসে।
আজো আঘাত করে স্বানতার সূর্যে
বহুরুপে বদলায় আপন রুপ,
নিজের বাচ্চা প্রসবে তারা
অন্যের ঘরে দেয় ধুপ।
স্বাধীন দেশে আমি স্বাধীন চেতা পরাধীন
রাজাকে ঘুম পরায় তারা সর্প ডাকে
বাজিয়ে মনোহারি বীন।
যারা গিয়েছিল হেরে, বায়ান্ন এবং একাত্তরে
নানান ছলেবলে আপন রুপ বদলে
তারাই দেখি ফিরে আমার মায়ের আঁচল খামচে ধরে।
এখন ঘুম ভাঙে বোমার শব্দে
পাখিরা নীড়ে কাঁদে ক্ষুধার যন্ত্রনায়,
মানবতা থুবড়ে পড়ে বিবেকের তাড়নায়
মন্ত্রীরা রাস্তায় বেরিয়ে হুইসেল বাজায়।
মনি মুক্তার দল হইয়া দূর্বল
আপন নীড়ে গেছে ফিরে
তাদের কখনো কি কেউ রাখে খবর
ডুবিছে সাগর অতল।
Views: 24