ঈর্ষা
____সরদার মুক্তার আলী
নিজের দোষের খবর নেই
অন্যের দোষ খুঁজি
নিজের ঝরে যাওয়া পালক গুলো
অন্যের বোঝায় গুঁজি।
অন্যের কুঁড়ি ফুটবে বলে
মেলবে রঙিন পাঁপড়ি
দূর জঙ্গলে বসে থাকি
মাথায় হিংসার ঝাঁপড়ি।
ভরে দিতে চায় বিষাক্ততায়
কারখানার সব বর্জ্য
উর্বরতা হারায় পলল ভূমি
হারিয়ে তার ঐশ্বর্য।
বন্যা এসে প্লাবিত হোক
মাঠ ভরা পাকা ফসল
অনাহারে মরুক না জাতি
ঘটে যাক তালগোল।
আমার তাতে কিসের ক্ষতি
আমি তো আছি বেশ ভালো
ওই যে দেখছো খড়ের গাদা
দিয়াশলাইটা জ্বালো।
নির্বোধ গোঁয়ার গোবিন্দ
টের পাবে সেদিন হাড়েহাড়ে
ঘটা ক্ষতি সইতে না পেরে
তোমার দরজার সামনে বসে
ক্ষুব্ধ জনগণ করবে অনশন।
Views: 8