একেকটা শহিদ
——সুফিয়া ডেইজি
মানতে হবে, মানতে হবে
ঐ শোনো মা,আমায় এখন যেতে হবে,
আনতে হবে আমার কথা,
আমার মাতায়,
জানি বলবে-
যাসনে বাপু রক্ত পাড়ার মাঠে!
মাগো,ওরা যখন পাষণ্ড আর অমানবিকতায় শিলাবৃষ্টি অঝোর ধারায় ছাড়লো গুলি বোমা
ভাইয়েরা সব নিথর দেহে
ছড়িয়ে ছিটিয়ে বিস্তৃতে-
রইল পড়ে দাবা!
রক্ত দিলো বইয়ে পথে শক্ত নির্ভীক রথে
আমি মা কেমনে থাকি?
রক্ত মাখা সার্ট,জুতো,প্যান্ট
জড়িয়ে বুকে রাখি?
মাগো বুকের মাঝে চিনচিনিয়ে
আমায় যখন পড়বে মনে –
ব্যানার,ফেস্টুন,শহিদমিনার
কবিতা,গান আর গল্প কিণার
স্মৃতিপটে ফুলের মেলার
খুঁজে নিও তোমার বাবা সোনা’র।
মাগো তুমি যে আমার উদার মাতৃভূমি!
আমি যখন স্বর গোপনে
মিলিয়ে যাবো দূর গগণে,
রক্ত গুলো বন্যা হবে
ফুটবে বাংলা ফুল!
জানি বলবে তুমি –
তোকে ছাড়া কি বাঁচবো আমি?
মা,সব ২১ শে,সবার মাঝে
দেখবে পদক আমি!
অ,আ,ক,খ বর্ণমালায়
জানটা দিলেম!
প্রাণটা ভরে শ্বাসটা নিবে
বুঝবে সবই আমি!
Views: 28