এসেছে বসন্ত
______রাফিয়া ইসলাম ভাবনা
এসেছে বসন্ত ছুঁয়েছে মন,
শুরু হলো নতুন করে স্বপ্নবুনন।
এই বসন্তে ম্লান হোক দুঃখ যত,
ভুলে যাক সবাই না পাওয়ার ক্ষত।
এই বসন্তে আর্শীবাদ নামুক ধরণীতে,
সতেজতার ছোঁয়া লাগুক প্রকৃতিতে।
এই বসন্তে সাফল্য উপচে পড়ুক,
ব্যর্থতার গ্লানি সব দূরেই সরুক।
এই বসন্তে ভালোবাসা পূর্ণতা পাক,
দ্বিধা-দ্বন্দ্ব বৈরিতা সব ঘুচে যাক।
প্রিয় ঐ গোধূলি সময় বিকেল পড়ন্ত,
আহা! এসেছে বসন্ত!
Views: 25