কবিতার রুপ
______পারভেজ পিয়াশ পিউ
বিদ্যুৎ তরঙ্গ ভেদ করে অশ্রু নোনার বাষ্পীয়তা
আমিও ভুলে যাবো ভালোবাসতাম কোন দিন ।
প্রেমের নামে বাজি , বাজিমাত অতঃপর জুয়ারি ।
সে থামেনি , আমি থামবো কার জন্যে ?
বরঞ্চ দিয়াশলাই হয়েছি ,
কেবল রাতের জার্নিটা মুছে দিয়েছি ।
এ লেখা বোঝা যেমন সহজ না
এ লেখা আবৃত্তি করাও তেমন সহজ না ।
বটে-মূলে , ছায়ায়-মায়ায় চিড় ধরবে একদিন
অবরুদ্ধ লেখাগুলোও চিল হবে সেদিন ।
আমি , তুমি আমরা ব্যস্ত হবো আরো
কবিতা ছাপা হবে ডলারে , বিক্রি হবে না টাকায় ।
কবিতার গায়ে সাদা শাড়ি পেঁচিয়ে কখনো বিধবা, কখনো বেনারসী জড়িয়ে নতুন বধু, আবার পায়ে ঘুঙরু বাঁধিয়ে নর্তকী, সব শেষ আমি কবিতাকেই মনে রাখি ।
তোমার আদালতের রায়ের বিরুদ্ধে
মিছিল শেষে কবিতা পাঠের আসরের একমাত্র কবি আমি !
জোড়া চোখে , চোখে চোখ রেখে –
দেখবো অনেক কিছু , লিখবো সামান্য।
কবিতায় রবো নিমগ্ন ।।
Views: 26