কিসের ভয়
______ইয়াছিন আরাফাত
তুমি বলেছিলে চাঁদকে ভালোবাস,
কিন্তু জ্যোৎস্নার আলোয় নিজেকে লুকিয়ে রাখ।
তুমি বলেছিলে বৃষ্টিকে ভালোবাস,
কিন্তু ছাতার গহিনে নিজেকে লুকিয়ে রাখ।
তুমি বলেছিলে সূর্যের আলোকে ভালোবাস,
কিন্তু অমাবস্যার আড়ালে নিজেকে লুকিয়ে রাখ।
তুমি বলেছিলে নম্রতা কুড়াবে,
কিন্তু লোক ভয়ে আজ সভ্য ছেলে।
তুমি বলেছিলে বৃদ্ধাশ্রম চিনবে না,
আজ সেখানে আত্মীয়ের আনাগনা।
তুমি বলেছিলে নেলসন ম্যান্ডেলা হবে,
কিন্তু কৃষ্ণাঙ্গকে বিয়ে করা যাবে না।
তুমি বলেছিলে সাদা গোলাপ হবে,
কিন্তু রক্তজবা ছাড়া গোসল হয় না।
তুমি বলেছিলে অন্যায়ের বিরুদ্ধে দেয়াল হবে,
কিন্তু তুমিতো মাটিতে মিশে যাওয়া ঘাস।
হয়তো,
ভুলে গেছ তোমার উত্তরসূরীর কথা,
ভুলে গেছ মুসলিম বীর কাসিমের কথা,
ভুলে গেছ জাতির কথা,
ভুলে গেছ তোমার নীড়ের কথা,
তাইতো তুমি আজ অপয়ে!
সেটা কিসের ভয়ে??
Views: 18