গর্বিত আমি বাঙালি
_________ওমর ফারুক মিয়াজী
যখন অন্য দেশের লোক
আমার মাতৃভাষায় কথা বলে-
গর্বে আমার বুকটি যায় ফুলে,
আমি গর্বিত আমি বাঙালি বলে।
আটচল্লিশে গর্জে উঠে
বায়ান্নতে দামাল ছেলেরা রক্ত দিয়েছিল বলে,
বাক স্বাধীনতা আপন ভাষা পেয়েছিলাম সকলে।
আমি গর্বিত আমি বাঙালি বলে।
মায়ের কোলে মায়ের বোলে
মায়ের স্নেহ তলে-
বাংলা মায়ের গর্ভে আমি জন্মে ছিলাম তাই,
আমি গর্বিত আমি বাঙালি বলে।
একুশে ফেব্রুয়ারি আজো আমার
রক্তে আগুন জ্বলে,
আমি থামাই ছলেবলে –
আমার বুকটি গর্বে যায় ফুলে
বিশ্ব ভাষাভাষীর লোক আজ বাংলায় কথা বলে।
আমি গর্বিত আমি বাঙালি বলে।
বাঙালির গর্ব রক্তের ইতিহাস
রক্তের দাগে লেখা,
লাল সবুজের পতাকাতে
বাংলার ছবি আঁকা।
ললনার আজ ছলনা নাই
সেজেছে লাল-সাদা শাড়ীতে,
মাথায় ফুল মাটির দুল
ঐতিহ্যে বাঙালি নারীতে।
সারা বিশ্ব আজ একসাথে
একুশে ফেব্রুয়ারী উৎযাপনে মাতে,
পুষ্পাঞ্জলি দেয় শহীদ বেদীতে
নানান সাজে আল্পনাতে-
আমার চিত্ত দোলায় দুলে।
আমি গর্বিত আমি বাঙালি বলে।
Views: 22