ঘাসের স্পর্শ
_____ওমর ফারুক মিয়াজী
প্রভাতের সূর্যটা রাতের স্বপ্নটাকে ভুলিয়ে দেয়
কুয়াশায় ভেজা স্নিগ্ধ ঘাসের স্পর্শে,
ভুলেছি মন খারাপের গম্ভীরতা নীলাম্বরীর মাঝে
কাছে টেনেছে অদ্ভুত মোহনীয়তার আকর্ষে।
গাঁয়ের পথে চলেছি সবুজের সমারোহে
দু’ধারে পাতানো সবুজ ফসলি জমি,
হলুদ সর্ষে ফুল কৃষ্ণচুড়ার দুল
হেঁটে চলেছি একলা পথিক আমি।
দেখি কতজনা কেউ নয় চেনা
তবুও যেন তারা কত আপনজন
উদাসী মনে তারা গান গেয়ে গেয়ে
বুনে যায় ফসল সফেদ কৃষকের মন।
নানান ফুলের ঘ্রানে ব্যকুল হৃদয়ের টানে
ফিরে ফিরে পাই নানান ফলের স্বাদ,
গাঁয়ের বধু হাতে করে যাদু আপন হরষে প্রানে
কাঠের উননে মাটির হাড়িতে রাঁধে আতপ ভাত।
নীল আকাশ পানে মেঘেদের খেলা
থেকে থেকে করে এপাশ ওপাশ চলা,
জীবনের সুখ দুঃখ বুকে করে দুক দুক
হয়নি কভু তাঁকে আপন দূঃখ বলা।
Views: 26