ঘুম হতে নামাজ উত্তম
___সরদার মুক্তার আলী
ঘুম হতে ভাই নামাজ উত্তম
হচ্ছে ফজর আজান
মুসলিম হৃদয়ে সেই ফিকির
ধ্বনিত সারাক্ষণ।
মসজিদ মিনার হতে ভাসে
এক শ্রেষ্ঠ আহ্বান
সারা বিশ্বের রব আল্লাহ
দেই তার প্রতিদান।
এশা পড়ে প্রশান্তির ঘুম
আবার উঠবে জেগে
ক্লান্তিহীন বিশ্ব বাজারে
স্মরণ সবার আগে।
শুকরিয়ায় অবনত শির
তৃপ্তিতে সীমা হীন
আল্লাহর দরবারে আমাদের
স্বীকৃতি নিশি দিন।
জামিন যার তারই আইন
তারই আনুগত্য
ঘুম হতে যে নামাজ উত্তম
চিরন্তন সত্য।
Views: 14