ছায়া সঙ্গী
_______রবিউল করিম পলাশ
কে বলে তুমি নেই পাশে ?
এইতো স্পস্ট দেখতে পাচ্ছি-
তোমার সেই নীল দু’টি চোখ,
অভিমানী মিস্টি মুখখানি!
অনুভব করছি-
তোমার অস্তিত্ব,
তোমার রেশমী চুলের সুগন্ধ!
হারিয়েছ তুমি,
হারায়নি তোমার- আমার,
মধুর, সুখময়, স্মৃতিগুলি!
তুমি মিশে আছ আজও
আমার হৃদয় মাঝে,
নীরব ছায়াসঙ্গী হয়ে!
ভোরের আলোয়, অলস দুপুরে,
রাতের নির্জনতায় – একাকীত্বে, অবসরে,
ভাবনায়, আবেগে, কল্পনায়,
আমার আঁকা ছবি,
আমার লেখা গল্প, কবিতা, উপন্যাসে
তুমি এক নীরব ছায়া সঙ্গী…….!
Views: 29