প্রজাপতি মন
_______জাহিদা টুকটুকি
আমি বোধহয় দিনকে দিন,
আরো ছোট্ট হয়ে যাচ্ছি,
ঠিক এতোটুকুন।।
খুব অভিমান হয়,
চকলেট না পাওয়া বাচ্চার মতো,
চিৎকার করে, হাত পা ছড়িয়ে,
বেমালুম ভুলে যাওয়া – দুবেণী করা,
কিশোরীর মতো,,,
এক্কা-দোক্কায় হেরে যাওয়া,
হেলেন ফুলের মতো,
না পাওয়া দাবি,
স্নেহ – ভালোবাসারা এখন আর,
ধৈর্য মানে না,,
উল্টো রথে চলে আমার দৈবিক স্বপ্ন।।
স্কুলের মাঠে কানামাছি খেলার মতো,
দাবার দানে ভুল চালেই জীবন সমাপ্তি।
প্রথম ঝালর দেয়া ফ্রকটার মতো,
লজ্জায় লাল আমি,
আবারো হারিয়ে যাওয়া পেন্সিলের টুকরোটা,
ফিরে পেতে চাই,,
কেন???
আমি বোধহয় খুব ছোট্ট হয়ে যাচ্ছি,
ঠিক এতোটুকুন।।
Views: 22