মহাপ্রস্থান
______ডিউক হুদা
পরিপূরক হয়ে আসিতেছে ধেয়ে
ছেড়ে দিতে হবে স্থান
সবকিছু ছেড়ে যেতে হবে ফিরে
পরপারে মহাপ্রস্থান।
মনেতো কভু রাখেনাতো কেউ
রেখে যাওয়া অবদান
চলে যাবার পরে স্মৃতিগুলো ঝরে
হয়ে যায় সব ম্লান।
আসা যাওয়ার এই নিয়মের
হয়নাতো ব্যত্যয়
তবু মনে বেঁচে থাকার আশা
মরণকে অতি ভয়।
সরল রেখায় চলেনা জীবন
গোলকধাঁধায় ভরা
নিজের হাতে নেইতো কিছুই
নেইতো বাঁচা মরা।
মেলেনা হিসাব মেলেনা উত্তর
তবু চলে যেতে হয়
মনের মাঝে অনেক প্রশ্নের
পাহাড় জেগে রয়।
Views: 21