রেল ভ্রমণ
-ডিউক হুদা
রেলের গাড়ী চলছে ছুটে
ঝিক ঝিকাঝিক ঝিক
উল্টো দিকে গাছপালা সব
ছুটছে জোরে অধিক।
একের পরে এক ষ্টেশন
যাচ্ছে ছাড়িয়ে
শহর-বন্দর পথ-প্রান্তর
সকল মাড়িয়ে।
দুলছি আমি রেলের দোলায়
দুলছে দেহ-মন
ঘুরছে মাথা একই সাথে
বন বনাবন বন।
গুনগুনিয়ে গাইছি গান
রেলের শব্দের তালে
যা বলছি তাই যাচ্ছে সবই
শব্দের সাথে মিলে।
রেলের গাড়ী চড়তে মজা
চাঙ্গা থাকে মন
সময় সুযোগ হয় যখনই
করি রেলে ভ্রমণ।
Hits: 10