শিশুর দাবি
_______সরদার মুক্তার আলী
হাসছে শিশু বলছে কিছু
তার সে চাহনিতে
দেশের জন্য দশের জন্য
তাকে গড়ে নিতে।
চাঁদের দেশে ফুলের দেশে
অনেক মিলে মিশে
আকাশ উদার হৃদয় নিয়ে
আঁধার অমানিশে।
ভোরের রবি রাতের শশী
পূর্ণিমাতে জেগে
হৃদয়টাকে শুদ্ধ করে
নাওনা মোদের এগে।
স্বপ্ন আঁকে মায়ের চোখে
স্নেহের এক বন্ধনে
মাঝে মাঝে জোরাল দাবি
বিকট কি ক্রন্দনেে।
নয়তো কিছু উচ্চস্বরে
ইশারাতে দাবি
মায়ের কোলে শিশু দোলে
আগ্রহী পৃথিবী।
Views: 31