শুনতে হবে বলতে হবে
________ডিউক হুদা
না শোনা ভালো, না বলা ভালো,
না করা ভালো,না দেখা ভালো,
তবে কেন সৃষ্টির সেরা মর্যাদায়
সেরা মানুষ এই দুনিয়ায় এলো?
শুনতে হবে বলতে হবে দেখতে হবে
করতে হবে ভালো সকল কাজ
মানুষ পরিচয়ে নইলে কেমন করে
উঠবে মাথায় বিজয় খঁচিত তাজ?
কিছু মানুষ আছি আমরা
শুনেও না শুনি
অন্যায় দেখলে চুপটি করে
নিজে প্রমাদ গুনি।
চলার পথে দেখিনা আমরা
আশে পাশে কিছু
দেখি শুধু আসছে কিনা
বিপদ পিছু পিছু।
যাদের জন্য করার কথা
করিনা কিছু তা
চোখ মুখ কান বন্ধ রাখি
মুখে থাকেনা রা।
ছাড়তে হবে ভয়ভীতি সব
বলতে হবে কথা
নইলে আমরা মানুষ কিসের
বাঁচা অযথা।
চলতে হবে সবার সাথে
হয়ে সামাজিক
সুখ দু:খ ভাগাভাগির
পথই হলো ঠিক।
Views: 23