আকাশের বুকে উদারতা কুড়াই
_____________সরদার মুক্তার আলী
বিশাল বিস্তীর্ণ জলধি
সূর্য তাপে বাষ্পায়িত হয় তার বুক
আর তা উড়ে গিয়ে জমে আকাশের বুকে
রাগহীন ক্ষোভহীন প্রাকৃতিক টানে।
সহনশীলতাহীন বন্ধুর পৃথিবীর
নির্লজ্জ নিষ্ঠুরতা
কর্মব্যস্ত কৃষকের ঘামে
লাঙলের ফলায় কর্ষিত হয়ে
উর্বর বীজ আর বৃষ্টিতে
সবুজ ফসল যখন বাতাসে দোল খায়
পাকা ফসলের প্রত্যাশায়
হেসে ওঠে তখন জনতা ও জনপদ।
বৈষম্যহীন ঝরা আকাশের বৃষ্টি
মেঘপুঞ্জের সাথে মিতালী করে উড়া
নিরাপদ নিশ্চিন্তে মৌসুমী পাখিদের দল
আত্মতৃপ্তির গান গেয়ে গেয়ে ডাকে
এসো আকাশের বুকে উদারতা কুড়াই ।
Views: 35