চাঁদনী রাতে
________ডিউক হুদা
চাঁদনী রাতে দু’জনাতে
হাতে রেখে হাত
গল্প করে কাটিয়ে দেবো
মধুর সারারাত।
খুঁজবে সবাই গেলাম কোথায়
থাকবে দু:শ্চিন্তায়
নির্ভাবনায় থাকবো দু’জন
কোন চিন্তা নাই।
তনতু দিজা ডাকবে মা মা
ডাকবে ওয়াসফিয়া
ইশারা করে বলবো বউকে
কথা বলোনা।
জ্যোৎস্না পোহাবো পূর্ণিমাতে
আমরা দু’জনা
যত কিছুই ঘটুক সেদিন
দেখবো শুনবোনা।
চাঁদনী রাতে দু’জনাতে
জ্যোৎস্না বাসর হবে
বিথী ডিউকের ভালবাসা
অমর হয়ে রবে।
Views: 43