তথাপি
——সুফিয়া ডেইজি
গরু চড়ে আকাশ পথে
মানুষ হাঁটে বাতাসে
শিম্পাঞ্জির গল্প শুনে
হরিণ ভাইয়া নাচেরে
জিরাফ ভাবে আবিষ্কারে
মন দিবে সে সপ্তাহ পরে
বানর যখন মন্ত্রিসভায়
ভেড়া বেশি বোঝেরে
গাধা কেনো পিছে থাকে
রকেট চেপে ছুটে রে
হাঁস মুরগী গবেষণায়
শিয়াল মশাই ফাসেরে
উটের হাতে আইনসভা
হাতিমামা সফরে
ময়ূর ভাবে রাজ্য এখন
নিজের হাতে নিবে সে
Views: 36