দিন শেষে
—-মোঃ মশিউর রহমান ভূঁইয়া
দিন শেষে মানুষ বড়ো একা
চারিদিক কোলাহলহীন শূন্য ফাঁকা।
হাজারো ব্যস্ততা শেষে দিনান্তে নীড়ে ফেরে
অবসান ঘটে ছিলো যতো আয়োজন তাকে ঘিরে।
কতো আড্ডা চিৎকার চেঁচামেচি এর ওর সাথে
একেএকে সবাই চলে যায় যে যার পথে।
সকল বন্ধন ধীরেধীরে ছিন্ন হয়ে যায়
একাকিত্ব দীর্ঘশ্বাসে বিলীন হয় দখিনা বায়।
একটা দুটো কথা বলার নেই কারো ফুরসৎ
অথচ তারই সান্নিধ্য আশে ছিলো কতো কসরত!
চারদেয়ালের মাকড়সা ভিন্ন কথা বলার সাথী কে?
ব্যস্ত তাদেরও খাদ্যান্বেষণে সময় কাটে।
কখনোবা নিজেই নিজের সাথে কথা বলে
প্রশ্ন উত্তরের পালা আপনমনেই চলে।
মানুষ বড়ো একা দিন শেষে
শূন্য পাথার ভারী হয়ে উঠে তার বুকে চাপা দীর্ঘশ্বাসে!
Views: 44