প্রান্তিক পান্থপথে
______ ওমর ফারুক মিয়াজী
জীবনটা নান্দনিক করতে গিয়ে
ছন্দ হারিয়ে ফেলি বার বার,
দূঃখের বন্দনার সুর শুনে
আনন্দেরা পথ খুঁজে পালাবার।
কখনো অদ্ভুত প্রেম জাগে হৃদে
তবে একেবারেই বড্ড সাদাসিধে,
প্রান্তিক পান্থপথে আমি একলা
আজ বেড়েই চলেছে প্রেমের ক্ষিদে।
জুঁই শেফালী চামেলি করবী
জবা শিউলি হাসনাহেনা বেলী,
আপন নন্দনে গন্ধ বিলিয়ে
পরমানন্দে তারা খেলছে হলি।
উদাস দুপুরে ফেলি দীর্ঘশ্বাস
শ্রান্তির খোঁজে ক্লান্তিরা গেছে সরে,
মেঘেরা ঝরছে অঝোরে বারীতে
আঁধারে ঢেকেছে ধূসর নীলাম্বরে।
Views: 28