সুস্থ জীবন যাচি
-ডিউক হুদা
হাত ব্যথা কোমর ব্যথা
ব্যথা সারা অঙ্গ
শরীর কেন এমনভাবে
করছে তামাশা রঙ্গ।
ঘুমের ঘোরে মুখ চাপাতে
চেপে ধরে মুখ
চিৎকার করি হয়না শব্দ
পিপাসায় ফাটে বুক।
লাগেনা ভালো কোনকিছু
রোগ-ব্যাধিতে অস্থির
কষ্ট লাগলেও পাইনা খুঁজে
উপায় কোন স্বস্তির।
যাবেনাতো এটা খাওয়া
ওটাও যাবেনা খাওয়া
শরীরে শক্তি কেমন করে
যাবে তবে পাওয়া?
নিয়ম মেনে চলেও যখন
রোগ-ব্যাধি দেয় হানা
নিয়ম মানতে করেনা ইচ্ছা
বৃথা নিয়ম মানা।
বয়স বৃদ্ধির সাথে সাথে
মন শরীর হয় কাবু
কারো কথা শোনেনা কেউ
যেন জমিদার বাবু।
মনের কথা শোনেনা শরীর
শরীরের কথা মন
আচার আচরণে হয় যে মনে
সতীন তারা দু’জন।
এই সুযোগে রোগ শরীরে
বাঁধে সুখের বাসা
গোষ্ঠীসহ থাকতে চাই যে
নিয়ে পূর্ণ আশা।
দেহের কষ্টে অস্থির জীবন
অশান্তি সারাক্ষণ
রোগ নিরাময়ে কষ্ট লাঘব
শান্ত হবে মন।
রোগ মুক্ত হয়ে আমি
সুস্থতায় যেন বাঁচি
তুমি আল্লাহ মুক্তিদাতা
তোমার কাছেই যাচি।
Hits: 5