ধর্মের নামে
______মোঃ মশিউর রহমান ভূঁইয়া
বিরুপ প্রকৃতি অস্থির সমাজ কোথাও
নেই স্বস্তির আভাস
কুৎসার আদানপ্রদান কান ঝালাপালা
এরই মাঝে শান্তির বসবাস (?)
ধর্মকর্ম গিয়েছে ভাগাড়ে লেবাসটাই
আছে শুধু সাক্ষীগোপাল
মিথ্যার খই ফোটে সমানে ধর্মের দোহাই
তথাপি সকাল বিকাল।
অতিরিক্ত মুনাফা ঘুষ দূর্ণীতি অহরহ ঠকিয়ে
যায় যাকে পারে যেভাবে
লেবাসটা ঠিক থাকে স্বচ্ছ পরিপাটি এতটুকু
হয়না হেরফের কোনোভাবে।
মানবতার দোহাই দিয়ে ঠকিয়ে যায় সহজ
সরল মানুষ বোঝেনা তার কিছুই
আবেগে ভেসে যায় ভাবেনা সাতপাঁচ অথচ
একে অপরের পেছনে লাগে নিতুই।
আপন হাতে গলা টিপে খুন করে যারে
বিপদের দিনে খুঁজে ফেরে তারে
প্রকৃতির ভারসাম্য বিনাশি মানুষ দুর্যোগ দুর্বিপাকে
সাহায্য চায় তারই বারেবারে।
বিধর্মীর দেশে শোভা পায় সততা আর
নান্দনিকতার অপূর্ব নিদর্শন
ধর্মের নামে যেথা সদা সোচ্চার উচ্চকণ্ঠ
সেথা গেছে ছেয়ে বঞ্চনা আর শোষণ!
Views: 18