নেই
_____জয়ন্ত প্রসাদ গুপ্ত
নীল আকাশ এখনও তেমন ই নীল আছে
হয় নি তো কিছু আলাদা ।
সূর্য , চন্দ্র , তারা ও আছে এক ই ,
ঝড়ে প্রবল বাতাস বয়ে যায় দেখি
জ্যৈষ্ঠের দাবদাহে ঘেমে নেয়ে শরীরটা যেন কাদা ।
দুঃখে আজো চোখে জল ঝরে ,
আনন্দে হাসি আসে ।
আম, কাঁঠাল আজো পাকে বোশেখ – জষ্টি মাসে ।
তুষার মৌলী পাহাড়ের দিকে চোখ রেখে
অশান্ত হৃদয় কেমন স্তব্ধ হয়ে যায় !
দিগন্ত বিস্তৃত উথাল- পাথাল সমুদ্রকে দেখে
মন আজো ভয় পায় ।
কাটলে রক্ত ঝরে ,
ব্যথায় নয়ন ভরে ।
সৃষ্টির আদি ও শেষ কথা
নর-নারীর মিলন
চিরন্তন ।
ফাগুনের মৃদু সমীরণ
জাগাতেই পারে দেহে রোমাঞ্চ –শিহরণ ।
ফুলে ফুলে ভ্রমর-গুঞ্জন
প্রজাপতির পাখায় স্বপ্নের মাদকতা —-
সবই আছে , আছে সব-ই ।
জানো কবি ,
শুধু নেই আর মানুষের হৃদয়ে সেই কাঙ্ক্ষিত মেদুরতা ।
Views: 29