প্রেমের গোলক ধাঁধার গোলপাতা
_____রাজদীপ মজুমদার
এই চল্লিশে এসে!
ফাল্গুনের আকাশে
ভালোবাসার বর্ণ কথায়
বক্ষ কোষে প্রচন্ড ব্যথা।
ব্যথার আকাশে
কোনো সুপ্ত আগুনের
পাহাড় জেগে উঠেছে।
আজ কাল বুকের গহীনে
মৃত্যুর অচেনা মন্দ্রিত
শুনতে পাই!
রাত বাড়লে ভীষণ ভীত হই!
জানিনা তুমি বুঝবে কিনা?
তবে তোমার ভালোবাসার আহুতিতে
নিজেকে জ্বালিয়ে যাই ওই বুকের ছোট্ট ঘরে।
এই চল্লিশে এসে!
শহরের রাস্তার ফুটপাতে
শুয়ে থাকা ভালোবাসার
মৃত দেহে মনুষ্যত্বের চাদর থাকেনা,
শহরের অলিগলিতে কার্বনের ভালোবাসাকে
আসল ভালোবাসা ভেবে
মৃত্যুতে আচ্ছাদিত হয়েছে
শহরের তারুণ্য সমাজ।
এই শহরের বুকে
রোজ কত ভালোবাসা!
বাসে, ট্রামে, ট্রেনে
চাপা পরে, মৃত্যু হয়!
তার খবর কে রাখে!
এই চল্লিশে এসে!
ভালোবাসার জোয়ার-ভাটায় নিজেকে
শিকল দিয়ে আটকে রেখেছি!
কিন্তু রোজ তোমার ছবির কাছে,
ভালোবাসার কম্পনে
বুকের ব্যথা তেজময় হয়।
শিকল ভেঙ্গে মন
তোমার হৃদয়ে
প্রবেশ করতে চায়।
কিন্তু দূরের অবয়ব
স্পর্শিত হয় না!
এই ভালোবাসার হাতের ছোঁয়াতে
আর কোনো ফিনিক্স নেই,
নেই কোনো ম্যাজিক,
নেই সেই সিগারেটের টান।
আছে শুধু রক্তের কোষে কর্কটের খেলা
সে খেলা আমার শরীরের ঠিকানা
সে ধীরে ধীরে গ্রাস করবে সব,
আমি শুধু অপেক্ষারত পথিক!
তবুও অভিলাষার ঘরে এখনো
আমি তোমার লম্বা চুলে
বেলি কিংবা জুঁই পড়িয়ে দিই!
এখনো তোমার কাজল নয়নে
আমার নাম লিখি!
এই চল্লিশে এসে
কে কি পাঁচমিশালী বাণী বলো,
তা চুপটি করে শুনবো! ভুল ভাবনা!
তোমার সম্মানের আচলে
এক বিন্দু দাগ কাটতে দেবো না।
তোমার সম্মান আমার ঘর।
এই চল্লিশে এসে
আকাশের রামধনুতে তোমার সেই নীল শাড়ির মনোহারিতা লাবণ্য আমার পাহাড় বুকে তাঁতিপাখির নতুনত্বের স্বপ্ন পথ।
তোমার বসন্তের আকাশে রঙের বর্ণতে
হাসি চিরকাল বিরাজ করুক।
তবু কোথাওগিয়ে মনে হয়!
নিজের পৃথিবীকে নিজের হাতেই
আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিই ।
জ্বালা- যন্ত্রনায় ছটফট করা মনটা
মৃত্যুর সময় শান্ত ভাবে ঘুমাক।
তোমার হাতের শব্দবর্ণ
বুকের আগুনে জ্বলে ছাই হয়ে যাক!
বাতাসে ভেসে যাক প্রেমের শব্দবর্ণ!
এই চল্লিশে এসে
তোমার সেই মিষ্টি মায়াবী হাসি
আমায় পাগল করে প্রতিটিক্ষণে
জোনাকির আলো ছাড়া রাতের বাগানে কী ভালোবাসার সুবাস পাওয়া যায়?
হয়তো এই বুকের আকুতির ভাষার অক্ষর আজ সমাজের অভিমুখে বিতাড়িত, তা তুমি বুঝবে না।
তবু জেনে রাখো তোমায় ভালোবাসি,
তোমায় দিতে চাই এই ভাঙা ঘরের ভালোবাসা।
হ্যাঁ! তা অনেকটা দায়িত্ব!
সেই দায়িত্ব পাহাড় সমান উচু!
আবার জোয়ারের মত বিশাল!
তোমার লাল আলতা পায়ে
নূপুরের পদধ্বনিতে এই ভগ্ন ঘরে
আবার জেগে উঠুক নতুনের সুর!
তোমার হাতের দায়িত্বশীল
ভালোবাসার পরশে এই ঘরের মাটিতে
আবার রোপন হোক নতুন ভালোবাসা।
আমার হোক এক চিলতে সুখ!
মুখের হাসির বর্ণিত স্বপ্ন ভালোবাসা
বাস্তবায়িত পথে কয়েকশো ক্রোশ দূরে
দমবদ্ধ বুকের পাহাড়ে আত্মহত্যা করে।
এই চল্লিশে স্বপ্নও মিথ্যা হয়!
Views: 13