বুঝি নে , কিছুই বুঝি নে
_________জয়ন্ত প্রসাদ গুপ্ত
মগ্ন চৈতন্যের ধার দিয়ে হেঁটে
মাঝে মাঝে গেছি আমি এ পাড়া , ও পাড়া ।
কখনো কখনো আমার মনের গহনে
তৃষিত বিহগ কোন ডানা ঝাপটায় ।
তুষারমৌলী এভারেষ্ট ,
প্রশান্ত মহাসাগরের আদিগন্ত বিস্তার ,
ধূধূ সাহারা ,
আমাজনের বিজন বন ,
হেমন্ত গোধূলিতে পল্লীবাংলার প্রান্তরে
রহস্যময় ধূপছায়া ,
নিদাঘের তপ্ত মধ্যাহ্নে
মিলের চত্বরে ঘর্মাক্ত শ্রমিক ,
ভাদ্রের ভরা গাঙে
ভাটিয়ালি গানের প্লুতস্বরে
উদাস উদাস কোন মাঝি —
এ সবই মনের জানালায় উঁকি দিয়ে যায় ।
জীবনের বিচিত্র অনুষঙ্গ
যেন মনের ক্যানভাসে এক অসামান্য ‘ কোলাজ ‘ ।
******
চৈত্রের উদাস মধ্যাহ্নের মহাশূন্যে ওড়া চিল
যেন সংসার-বিবিক্ত আমারই চৈতন্য ও বোধ ।
আমার জীবনে সবই আছে ,
আবার কিছুই যেন নেই ।
পঞ্চভূতে গড়া দেহ
কাম-ক্রোধ-লোভ-মোহ
ইত্যাদি আছে তো সকলই ,
নেই সন্দেহ ।
বোধের গভীরে তবু প্রায়শঃ জেগে রয়
ঐ মহাশূন্যের শূন্যতা ।
অস্তিত্বের এই বিচিত্র , বিরাট সম্ভার
আমার বোধের মাঝে যেন লীন হয়ে যায়
এক কল্পনার অতীত নাস্তিত্বে ।
বিস্ময়-বিদ্ধ সত্তা আমার ,
দীর্ঘশ্বাসে বিড় বিড় ক’রে বলে
নিভৃত স্বগত আর্তিতে ঃ
বুঝি নে , কিছুই বুঝি নে ।
Views: 27