বৃষ্টির জন্য
_________সরদার মুক্তার আলী
সূর্যের একগুঁয়েমিতে অতিষ্ট বাংলার জনপদ
ধৈর্যের শেষ সীমায় তোমার সব সৃষ্টি
মাঠ ভরা কচি ফসল মানবেতর জীবন
তোমার শুভ দৃষ্টি চায়
নদ নদী আর বন বনানী কাঁদে
প্রভু হে তোমার রহমের বৃষ্টি ঝরাও।
কীটপতঙ্গ আর পাখি কুল
ঠাঁই হীন উদ্ভ্রান্ত ছুটাছুটি
পদ্মার বুকের বালির ঢিবি হতে বিকিরিত বায়ু তাপ
খই ফুটে রাজশাহীর আবহাওয়ায়।
প্রশান্ত কর প্রভু এই জনপদ
তোমার রহমের বৃষ্টি ধারায়।
Hits: 4