যেতে চাই
_______মোঃ ফুয়াদ হাসান
মনের শিকল ছিড়ে
পালিয়ে যেতে চাই!
ঐ দুরে কোনো এক অজানা
এক শান্তির গ্রামে”
সেখানে নাই অভাব,
হিংসা বিদ্বেষ,
মানুষ মিলেমিশে বাস করে”
আমি যেতে চাই!
ওই শান্তির গ্রামে,
সেখানে নাই নাই এর মাঝে,
একটু স্বস্তির শান্তি থাকবে”
থাকবে প্রকৃতির এক,
নিরুপ ছোয়া”
আমি যেতে চাই!
ঐ শান্তির গ্রামে
Views: 27