কাঁটাতার
___________নাসরীন সুলতানা
জানি আমাদের দেখা হওয়া আর
না হওয়ার মাঝে
এক কাঁটাতারের দূরত্ব
জানি আমাদের চেনা অচেনার মাঝে
দেয়াল তুলে দিয়েছে
সময়ের সীমান্ত।
জানি রোজ ঘড়ির কাটা ছুঁয়ে যায়
হরেক দিগন্ত
তবু,আমি তোমায় ছুঁতে পারি না
এ কেমন বিভেদের দেয়াল
রচে গেলে তুমি অনন্ত?
এ কেমন ব্যথার পাহাড়
আঁছড়ে পড়ে হৃদ পল্লীতে
এ কেমন নিভু নিভু অনল
হানা দেয় হৃদয় গলিতে!
জানি দেখা হবে না
হয়তো আর কোনদিন
তবু,তুমি বেলা অবেলার গানে
থেকো যেও চির অমলিন।
Views: 272