পল্লীগীতি
________জয়ন্ত প্রসাদ গুপ্ত
ও আমার মন কাড়ানিয়া নাইয়া ,
কোথায় যাও রে বাইয়া !
উদাস উদাস চোক্ষে তাকাও
আমার পানে দ্যাখো না একবার চাইয়া ।
দিনে রেতে তোমার কথাই ভাবি বন্ধু রে।
কেউ জানে না ,
কেউ বোঝে না আমার যন্ত্রণা রে ।
তোমার তো আছে খুলা আসমান ,
আমার আছে কী বা !
আমার দিকে একটু তাকাও না বন্ধু ,
আর কত যন্ত্রণা দিবা !
তোমার আছে কত জনা ,
আমার তো আর কেউ নাই ।
তুমি যদি না তাকাও বন্ধু ,
আমি কোথায় যাই ?
একবার আইস্যা শুধু কাছে বৈস ,
কইয়ো দুইটা মিঠা কথা ।
তারপর যেথা ইচ্ছা সেথা যাইয়ো
বাধা তোমায় দিমু না আমি
বুকে যত ই বাজুক ব্যথা ।
জানি তো, তোমার তরে খুলা আসমান,
আমার তো ঘরের কোণ ।
এই দুইটায় মিলবে না কোনদিন
মুই যত ই করি না কান্দন ।
Views: 72