আব্বার ধন্দ
_____________নুরে আলম মুকতা
বাবা তুমি দিলে
ছড়া বই পড়তে,
হাতে বসে ঠাঁই
পারছি না নড়তে ।
বৃত্তের বেড়া জালে
গিয়েছি তো ফেঁসে,
ও মা দেখি ছড়া কই
গণিতেরা শেষে।
স্বর আর ব্যাঞ্জনে
গোলমাল কত্ত,
রবি বাবু সুকুমার
ঝাঁড়ি দেয় দত্ত !
তাল লয় সব আছে
গান যেন সারে গা,
ওরে বাবা ছেড়ে দে
বলি ধরে দুটি পা।
ছড়ি ঘোরে শব্দের
এ ত মহা ধন্দ,
যতি আর মাত্রারা
করে ফের দ্বন্দ।
ভুমিকা দেখে আমি
যাই নি গো পড়তে,
চেষ্টা করে দেখি
যদি পারি লিখতে।
ছন্দের মার প্যাঁচে
চশমা এঁটে দাদু ,
দেবে বুঝি গাট্টিস
ভোলা ওরে যাদু।
খেলাধুলো সব মাটি
বর্নের আঁড়িতে ,
বেলা শেষে দেখি ওমা
ভাত কই হাঁড়িতে ?
কাঁধে হাত রেখে
বলে যে লোকটি ,
পাশে আছি বাছা ধন
মনে রেখ খাঁটি ।
যতদিন আছি বেঁচে
নেই কোন ডর ,
ভুতেরও বাপ এসে
করবে না ভর !
তড়পে এক লাফে
কাঁধে উঠি যে-ই
অশ্রু জোয়ারে ভাসি
বাবা তুমি নেই ?
Views: 373