বর্ষার আহ্বানে
__________ওমর ফারুক মিয়াজী
দমকা হাওয়ায় দুলছে নাও
গাইছে মাঝি ভাটিয়ালি গান,
হাওয়ায় হাওয়ায় ঘুরেফিরে আসে
প্রথম বর্ষার কদম ফুলের ঘ্রাণ।
থৈ থৈ জল করে টলমল
নতুনের আগমনে।
মৌ মৌ ঘ্রাণে বইছে বাতাস
ঐ দেখ হিজলের বনে।
হিজল কদম বাতাসে দোলে
ডেকে ডেকে আমায় বলে,
কোথা যাও? প্রশান্তি চাও?
আসো আমার ছায়া তলে।
কৃষক সেথেঁছে লাঙ্গল জোয়াল
মাঝি নাওয়ে তুলে পাল খুশি মনে,
জ্যোস্না রাতে পালা গানের সাথে
উল্লসিত বর্ষার আহ্বানে।
মেঘের গর্জন আঁধার গগন
এখনি বইবে বারী ধারা,
এমনি ক্ষণে দেখি চারিদিক
আমার উদাস মন আনন্দে মাতোয়ারা।
উজান জলে নতুন প্রাণে
সেজেছে প্রকৃতি নতুন রুপে,
গায়ের বধু করিছে যাদু
সাঁঝে ধোঁয়ায় ধুপে।
Views: 310